বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিমের (এফআইসিজিএস) আওতায় আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিকল্পে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। গত সোমবার ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি করেন বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের (সিজিডি) পরিচালক মোহাম্মদ নাজমুল হক, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. খিরকিল নওয়াজ।