ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

বললেন সালাহউদ্দিন আহমেদ

ষড়যন্ত্র দৃশ্যমান, পেছনে  দেশি-বিদেশি শক্তি  থাকতে পারে

‎রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ১২:১৩ এএম

বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের পথে দেশি-বিদেশি শক্তি বাধা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তার মতে, সেই ষড়যন্ত্র যে হচ্ছে, সেটি দৃশ্যমান। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এই বিএনপি নেতা বলেন, পিআর পদ্ধতিতে স্থায়ী সরকার ব্যবস্থা হয় না। 

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহল থাকতে পারে, দেশি-বিদেশি শক্তি থাকতে পারে, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এখানে গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনোরকম ষড়যন্ত্র করবে, সে দেশেই হোক অথবা বিদেশেÑ তাদের তারা প্রতিহত করবে।’

এ সময় পিআর পদ্ধতির দাবি প্রসঙ্গে বলতে গিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমরা পিআর মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে। আমরা সেই পিআরে বিশ্বাস করি!’ বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশে এখন নির্বাচনি আমেজ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগে আছেন। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, তাহলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে।’