মাদারীপুরের কালকিনি উপজেলায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক মামলায় উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান (অপসারিত) মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) দুপুরে জেলার কালকিনি পৌরসভাধীন ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইকবাল হোসেন কালকিনি উপজেলার উত্তর রমজানপুর এলাকার মৃত মোজাম্মেল হক ব্যাপারীর ছেলে। এ ছাড়া তিনি কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইনকিলাব ও বিজয় টিভির কালকিনি প্রতিনিধি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কয়েকদিন গা ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি তিনি উপজেলা পর্যায়ে আবারও সাংবাদিকতা শুরু করেন। ফেসবুকে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে তিনি টকশোর আয়োজন করতেন।
মঙ্গলবার দুপুরে নিজ ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন কালকিনি উপজেলার গণমাধ্যমকর্মীরা।
স্থানীয় এক গণমাধ্যমকর্মী বলেন, ইকবাল আওয়ামী লীগের রাজনীতি করলেও ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে তার কোনো অবস্থান ছিল না। তা ছাড়া কালকিনি উপজেলা পর্যায়ে ৫ আগস্টের আগে ছাত্র-জনতার কোনো আন্দোলন হয়নি। তাকে পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো ক্ষমতার অপব্যবহার। সাংবাদিক ইকবালকে গ্রেপ্তারের ঘটনায় তারা নিন্দা ও প্রতিবাদ জানান।
মাদারীপুরের কালকিনি থানা পুলিশের ওসি খন্দকার মোহাম্মদ সোহেল রানা বলেন, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে হওয়া একটি নিয়মিত মামলায় ইকবালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে মাদারীপুর আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।