ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫

জাপান এডুকেশন অ্যান্ড কেরিয়ার এক্সপো ২০২৫ অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৬:১০ পিএম
ছবি- সংগৃহীত

সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টারের আয়োজনে শনিবার (১২ মে) রাজধানীর হোটেল সারিনা তে ‘জাপান এডুকেশন অ্যান্ড কেরিয়ার এক্সপো ২০২৫’অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো. শীষ হায়দার চৌধুরী।
  
বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন, জনাব মো. মাহবুবুর রহমান ভূঁইয়া (সিভিল এভিয়েশন  ও পর্যটন মন্ত্রণালইয়ের অতিরিক্ত  সচিব), জনাবা হাসনা জাহান খানম (অতিরিক্ত  সচিব(প্রশাসন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়) , ডা. মো. আতিকুল ইসলাম (যুগ্ন সচিব নৌ-পরিবহন মন্ত্রণালয়), মোসাম্মৎ জহুরা খাতুন (যুগ্ন সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়), ফুজিয়ারা তাকাসি (সাবেক সংসদ সদস্য, জাপান পার্লামেন্ট)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মো. মনিরুল ইসলাম (সাবেক সচিব ও রাষ্ট্রদূত)।

স্বাগত বক্তব্য রাখেন- মোজাম্মেল হক (চেয়ারম্যান, সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার)।

বিপুল সংখ্যক শিক্ষার্থীর সমাগমে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে নামকরা জাপানিজ ইনস্টিটিউট সমূহ অংশগ্রহণ করে এবং সরাসরি ইনস্টিটিউটয়ের কর্মকর্তাগণের সঙ্গে ভর্তিসংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীরা কথা বলার সুযোগ পায়। এছাড়াও, জাপানে বাংলাদেশিদের ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।