গাজীপুরের কালীগঞ্জে ভাইয়া ফার্ম হাউজ থেকে লাল রঙের দুটি ঘোড়া চুরির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাঞ্চল ১৭ নম্বর সেক্টর পিংলান এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় এ ঘটনায় ফার্ম হাউজের ব্যবস্থাপক আরিফুল ইসলাম বাদী হয়ে মো. মনির হোসেন (৪০) নামে স্থানীয় ব্যক্তিকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে গত ৯ মে রাত থেকে ১০ মে সকাল পর্যন্ত কোন এক সময় ঘটনাটি ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। অভিযুক্ত মনির হোসেন নাগরী ইউনিয়নের পূর্বাঞ্চল ১৭ নম্বর সেক্টর পিংলান এলাকার মো. সুলতানের ছেলে। এদিকে, অভিযোগে চুরিকৃত ঘোড়া দুটির আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা।
অভিযোগকারী মো আরিফুল ইসলাম জানান, কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাঞ্চল ১৭ নম্বর সেক্টর পিংলান এলাকার ভাইয়া ফার্ম হাউজ নামে একটি ফার্ম রয়েছে। ফার্মটিতে হাস, বিভিন্ন জাতের মুরগি, কবুতর ও দুটি দামী ঘোড়া পালন করা হতো।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ মে রাত ৮টার দিকে তিনি এবং কেয়ারটেকার হাফিজ উদ্দিন খামার তদারকি করে চলে যান। কিন্তু পরদিন ১০ মে সকাল সাড়ে ৬টার দিকে কেয়ারটেকার ফার্ম হাউসের ব্যবস্থাপকের মোবাইল ফোনে জানান যে, ফার্মের দুটি ঘোড়া কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না।
পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযুক্ত মনির হোসেন তার বাসার সামনে থেকে ওই ঘোড়া দুটি পিকআপে উঠিয়ে নিয়ে গেছে। স্থানীয়রা তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদও করেছেন।
ব্যবস্থাপক আরিফুল ইসলাম বলেন, "আমরা ভিডিও ফুটেজে স্পষ্ট দেখতে পেয়েছি যে ঘোড়া দুটি আমাদের ফার্মেরই। পরে আমরা মনির হোসেনকে খুঁজতে তার বাড়িতে গেলে তাকে আর পাওয়া যায়নি। পরে বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, "অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"