ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ওসমানীতে পানির ট্যাংকের প্লাস্টার ধসে কর্মচারীর মৃত্যু, সড়কে বিক্ষোভ

স্টাফ রির্পোটার, সিলেট
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:০৬ পিএম
হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নিহতের সহকর্মীরা। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন পানির ট্যাংকের প্লাস্টার ধসে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ সহকর্মীরা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

পুলিশ ও হাসপাতালের সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টম্বর) দুপুরে হাসপাতালের পুরাতন পানির ট্যাকের এক অংশের প্লাস্টার হঠাৎ করে ধসে পড়ে। এতে গুরুতর আহত হন আউটসোর্সিংয়ের কর্মী সুমন আহমদ (৪২)। আহত অবস্থায় তাকে দ্রুত জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমন আহমদ নতুন বিল্ডিংয়ের ৩৬ নম্বর ওয়ার্ডের আউটসোর্সিং কর্মী ছিলেন।

ঘটনার পরপরই নিহতের সহকর্মী ও অন্যান্য কর্মচারীরা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের জন্য দাবি জানিয়েছেন।

অবরোধের কারণে সড়কে যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারের সাথে কথা হয়েছে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। সড়ক অবরোধের কারণে যান চলাচল বিঘ্নিত হওয়ায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’