ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহে রেলপথ সংযোগের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:৫৫ পিএম
ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে মানববন্ধনে জেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। ছবি- রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ জেলাবাসীর দীর্ঘদিনের দাবি রেলপথ সংযোগ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে জেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, সহ-সভাপতি এম এ কবির, দপ্তর সম্পাদক আলামিন হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণও অংশগ্রহণ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ঝিনাইদহবাসী দীর্ঘদিন ধরে রেল সংযোগের স্বপ্ন দেখছে। আমরা আর কোনো টালবাহানা চাই না। অবিলম্বে রেললাইন সংযোগ প্রকল্প শুরু ও নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্য সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

রেলপথ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও জানান বক্তারা।