ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ভয়াবহ ঘূর্ণিঝড় ‘শক্তি’র কবলে পড়তে যাচ্ছে দেশ! 

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ১০:৩০ এএম
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মে মাসের তৃতীয় সপ্তাহে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। সম্ভাব্য এ ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘শক্তি’, যা শ্রীলঙ্কার পক্ষ থেকে প্রস্তাবিত।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ২৪ থেকে ২৬ মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে সাগরে যে ধরনের বায়ুমণ্ডলীয় চাপ ও তাপমাত্রা বিরাজ করছে, তা ঘূর্ণিঝড় তৈরির জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ সৃষ্টি করছে।’

তিনি আরও জানান, এই অবস্থায় দ্রুতই একটি নিম্নচাপ সৃষ্টি হয়ে তা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাগুলো ইতোমধ্যেই বঙ্গোপসাগরের এই নতুন সক্রিয়তা পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ শুধু বাংলাদেশ নয়, বরং আশপাশের উপকূলীয় দেশগুলোর ওপরও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ, গতি ও শক্তি সম্পর্কে আরও সুনির্দিষ্ট তথ্য জানতে হলে পরবর্তী কয়েকদিন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা জরুরি। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মে মাসকে ঘূর্ণিঝড়প্রবণ সময় হিসেবে বিবেচনা করা হয়। এর আগেও এই সময়ে দেশে একাধিক ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হেনেছে, যা প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছে।