ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৭:১৭ এএম
ছবি- সংগৃহীত

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে জানানো হয়, নির্দিষ্ট সময়ের মধ্যেই এ লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে একই দিনে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ফেনীতে। একই সময়ে সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে মহারাষ্ট্র ও আশপাশের অঞ্চলে সুস্পষ্ট লঘুচাপ আকারে রয়েছে। এটি ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়তে পারে।

মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে ওই লঘুচাপের কেন্দ্রস্থল থেকে ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, আগামী ১ অক্টোবরের দিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আরেকটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।