নওগাঁর বদলগাছীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. মোরসানি হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১৫ মে) রাতে জয়পুরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৬ মে ) দুপুরে গ্রেপ্তার মোরসানি হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত মোরসানি উপজেলার কোলা ইউনিয়নের, কোলা গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।
বদলগাছী থানা পুলিশ জানায়, সপ্তম শ্রেণির ঐ ছাত্রীর সঙ্গে কলেজ ছাত্র মোরসানির প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে মোরসানি সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে গোপনে বিভিন্ন জায়গায় মাঝেমধ্যে দেখা করতো। এরপর গত বুধবার (১৪ মে) ওই ছাত্রীকে মোরসানি তার বাড়িতে ডেকে নেয়। বাড়িতে কেউ না থাকায় মোরসানি মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষণ হওয়ার পর ছাত্রীর অবস্থা আশঙ্কা জনক হলে বুধবার বিকেলে পরিবার মেয়েটিকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করান। সে এখনো জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মোরসানি পলাতক ছিলেন। তাকে জয়পুরহাট নতুন হাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় নির্যাতিত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বদলগাছী থানায় একটি মামলা করেন।
বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ধর্ষণের ঘটনার পর থেকে অভিযুক্ত মোরসানি পলাতক ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে জয়পুরহাট নতুন হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’