ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে সেনা কর্মকর্তাদের আটকের কথা অস্বীকার নাইজেরিয়ার

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৪:০৫ পিএম
তুকুর গুসাউ। ছবি- সংরক্ষিত

নাইজেরিয়ার সরকার শনিবার (১৮ অক্টোবর) অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে এক ডজনেরও বেশি কর্মকর্তাকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে। দেশটির স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে ওই কর্মকর্তাদের গ্রেপ্তারের কথা প্রকাশ করায় কর্তৃপক্ষ তা অস্বীকার করে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

পশ্চিম আফ্রিকার এই দেশটি ইতিহাসে বেশ কয়েকবার সামরিক অভ্যুত্থান দেখেছে এবং ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর থেকে বিংশ শতাব্দীর বেশিরভাগ সময় জান্তা শাসনের অধীনে কাটিয়েছে। একটি নতুন অভ্যুত্থান এক প্রজন্মের বেশি সময় ধরে চলা গৃহীত গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আবারও সংকট সৃষ্টি করবে।

প্রতিরক্ষা তথ্য পরিচালক তুকুর গুসাউ বলেন, ‘নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী (এএফএন) স্পষ্টভাবে জানাতে চায় যে উক্ত প্রতিবেদনের দাবি সম্পূর্ণ মিথ্যা। তবে তিনি কোনো সংবাদমাধ্যমের নাম উল্লেখ করেননি।

তবে অনলাইন প্রকাশনা সাহারা রিপোর্টার্স এবং রাজধানী আবুজা ভিত্তিক প্রিমিয়াম টাইমস, উভয়ই শনিবার জানিয়েছে যে কমপক্ষে ১৬ জন কর্মকর্তা প্রেসিডেন্ট বোলা টিনুবুকে উৎখাত করার পরিকল্পনা করছেন।

এই মাসের শুরুতে, সেনাবাহিনী ঘোষণা করেছে যে ‘একটি নিয়মিত সামরিক মহড়ার সময় ১৬জন অফিসারকে শৃঙ্খলাভঙ্গ এবং পরিষেবা বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।’

এই দুটি সংবাদ মাধ্যম, প্রতিরক্ষা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, গ্রেপ্তারের ঘটনা আসলে একটি অভ্যুত্থান ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত।

সেনাবাহিনী উত্তর-পূর্বে বোকো হারাম এবং ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে। যদিও হামলার তীব্রতা কমে এসেছে। আক্রমণগুলো অব্যাহত রয়েছে এবং আপাতদৃষ্টিতে তা শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

বিশ্লেষকরা এ বছর জিহাদিস্ট সহিংসতা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন এবং সেনারা একাধিকবার বেতন না পাওয়া এবং খারাপ শর্তের অভিযোগ তুলেছে।