‘কাঠের তৈরি অবৈধ ট্রলিং ট্রলার বন্ধ করো, মৎস্য সম্পদ রক্ষা করো’ স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করেছে ট্রলার মালিকসহ মৎস্যজীবীরা।
রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে পাথরঘাটা পৌর শহরের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি মারুফ চৌধুরী প্রমুখ।
বক্তারা জানান, প্রতিনিয়ত সমুদ্রের মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। এর অন্যতম কারণ কাঠের তৈরি অবৈধ ট্রলিং ট্রলার। এসব ট্রলার বন্ধ না করলে একসময় মৎস্য সম্পদ বিলুপ্তির শঙ্কা রয়েছে।
তারা আরও বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞার পরে এসব অবৈধ ট্রলিং ট্রলার আবারও সাগরে মাছ শিকার করতে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই প্রশাসনের কঠোর নজরদারি এখন থেকেই নেওয়ার আহ্বান জানানো হয়।