ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

সংযোগ সড়ক ছাড়াই সোয়া কোটি টাকার কালভার্ট

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৭:০২ পিএম
কাজে আসছে না সোয়া কোটি টাকার কালভার্ট। ছবি- রূপালী বাংলাদেশ

বরিশালের আগৈলঝাড়ায় কোটি টাকার ব্রিজের নির্মাণকাজ দুই বছরেও শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করায় বর্তমানে ওই ব্রিজ স্থানীয়দের কোনো কাজেই আসছে না। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হলেও তারা স্থানীয় প্রভাবশালী ঠিকাদারের ভয়ে কিছুই বলতে পারছে না।

সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোলাদধোয় খালের ওপর লোকজনের পারাপারের সুবিধার জন্য ২০২৩ সালের ১২ এপ্রিল ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে খালের ওপর ব্রিজ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডারে মুলাদী উপজেলার বান্দ রোডের মেসার্স পাপ্পু এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পায়। ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পেয়ে ২০২৩ সালের ৬ আগস্ট কাজ শুরু করে। ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজের ঢালাইয়ের কাজ শেষ করলেও দুই পাশের অ্যাপ্রোচ সড়কের কাজ না করায় বর্তমানে কোটি টাকার ব্রিজ কোনো কাজেই আসছে না। সাত মাস পূর্বে ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজটি ঢালাইয়ের কাজ শেষ করলেও অ্যাপ্রোচ সড়ক নির্মাণ ছাড়াই ব্রিজটি ফেলে রাখে ঠিকাদার, যার কারণে ওই কোটি টাকার ব্রিজ দিয়ে কোনো লোকজন চলাচল করতে পারছে না।

জনস্বার্থে সেতুর দুই পাশে সংযোগ সড়কের মাটির কাজ জরুরি ভিত্তিতে ভরাটের দাবি জানান গ্রামবাসী।