টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও সাবেক নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
রোববাব (১৯ অক্টোবর) বেলা ১১টায় ভূঞাপুর-যমুনা সেতু সড়কের পুনর্বাসন এলাকায় এ মানববন্ধন করেন ছাত্র-জনতা। এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
মানববন্ধনে বক্তারা জানান, ছাত্রদের হত্যা মামলার আসামি মাসুদ চেয়ারম্যান এলাকার পরিস্থিতি উত্তপ্ত করতে পলাতক থেকেও বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা করছেন। এ সময় দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এ সময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল করিম, নিকরাইল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহবুব আলম বেল্টু, ছাত্রদলের সভাপতি আল আমিন প্রামানিক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমুখ।