ঢাকা বুধবার, ২১ মে, ২০২৫

নারায়ণগঞ্জে পৃথক স্থান থেকে দুই অজ্ঞাতনামা লাশ উদ্ধার 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মে ২১, ২০২৫, ০২:৫৭ পিএম
দুজন অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুজন অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। 

বুধবার (২১ মে) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ললাটি বাসস্ট্যান্ড থেকে একজন ও মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন আষাঢ়িয়ারচর এলাকায় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোর্শেদ বলেন, দুটি মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ দুটির এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হবে। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।