ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

মুস্তাফিজের ঘূর্ণিতে দিল্লির শুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৮:১৫ পিএম
ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৬৩তম ম্যাচে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে এক কঠিন মিশনে নামছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই। এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাটিংয়ে নেমে মুস্তাফিজের ঘূর্ণিতে প্রথমেই ধাক্কা খায় রোহিত শর্মা।

আজ বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুম্বাইয়ের সংগ্রহ ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৪ রান। দিল্লির হয়ে বল হাতে ১ ওভারে মাত্র ৩ রানের বিনিময়ে হিটম্যান খ্যাত রোহিত শর্মার মূল্যবান উইকেট টি তুলে নেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান

চলতি আসরে এটাই মুস্তাফিজের প্রথম শিকার।

এদিকে দিল্লি ক্যাপিটালসের জন্য প্লে-অফের সমীকরণ কিছুটা জটিল। আজকের ম্যাচসহ তাদের বাকি থাকা ম্যাচেই জিততে হবে।  তবে আজ হেরে গেলেও তাদের সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে নিজেদের পরের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জিততে হবে।

এবং একই সাথে যেন মুম্বাইও পাঞ্জাবের কাছে হারে। এরপর আসবে রানরেটের হিসাব।

অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স আজকের ম্যাচ জিতলেই সরাসরি প্লে-অফে চলে যাবে। আজ হেরে গেলে অবশ্য তাদেরও পরের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জিততে হবে এবং দিল্লির হার কামনা করতে হবে।