ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

গাজায় ৫ মিলিয়ন ডলারের ত্রাণ সহায়তা দেবে যুক্তরাজ্য

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৮:৪১ পিএম
ফিলিস্তিনের পতাকা। ছবি-সংগৃহীত

অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তার জন্য ৫.৪ মিলিয়ন ডলার (৪ মিলিয়ন পাউন্ড) দেওয়ার প্রতিশ্রতি দিয়েছে যুক্তরাজ্য। বুধবার (২১ মে) যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রী জেনি চ্যাপম্যান ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল পরিদর্শনের সময় এই ঘোষণা দেওয়া হয়।

চ্যাপম্যান বলেন, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ দীর্ঘায়িত করে ইসরায়েল নিরাপত্তা অর্জন করতে পারবে না। সহায়তা-কর্মীদের পূর্ণ মানবিক সহায়তার অনুমতি দিতে ইসরায়েলি সরকারের ব্যর্থতা ঘৃণ্য। গাজায় খুব কম ট্রাকই প্রবেশ করছে।

এর আগে মঙ্গলবার গাজায় নতুন আক্রমণ করায় ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি গাজায় মানবিক সহায়তার জন্য অবরোধ বন্ধের আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্য জানিয়েছে, ব্রিটিশ রেড ক্রস নতুন সাহায্য প্যাকেজ গ্রহণ করবে ও ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে তা সরবরাহ করবে।

সূত্র : রয়টার্স