সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেল বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করল টাইগাররা।
তিন ম্যাচের সিরিজে শেষ ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল, যেখানে আইসিসির সহযোগী সদস্য আমিরাত ইতিহাস গড়ে প্রথমবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল।
১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওয়াসিমকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। তবে সেই ধাক্কা কাটিয়ে ওঠে আলিশান শাফারু ও মোহাম্মদ জোয়াইবের জুটি। জোয়াইব ২৯ রানে বিদায় নিলেও আলিশান দৃঢ়তা দেখিয়ে ব্যাট চালিয়ে যান। পরে রাহুল চোপড়া ১৩ রানে আউট হলেও আলিশানকে থামাতে পারেনি টাইগাররা।
অপর প্রান্তে আসিফ খানকে সঙ্গী করে অর্ধ-শতক তুলে নেন আলিশান শাফারু। এই জুটির উপর ভর করেই ৫ বল বাকি থাকতে সহজ জয় নিশ্চিত করে স্বাগতিক আমিরাত।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৭১ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। তবে শেষদিকে জাকের আল অনিক, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামের কার্যকর ইনিংসে ভর করে সংগ্রহ দাঁড়ায় ১৬২ রান।
১৯তম ওভারে ৩৪ বলে ৪১ রান করে আউট হন জাকের আল অনিক। ইনজুরির সঙ্গে লড়েই দলকে টেনে তোলেন তিনি। শেষ ওভারে ওয়াসিমের বিরুদ্ধে ঝড় তোলেন শরিফুল-হাসান জুটি। ওভারে দুটি ছয়, একটি চার এবং দুটি নো বলের কল্যাণে আসে ২৬ রান। শরিফুল করেন ৭ বলে ১৬ রান আর হাসান ১৫ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।
অন্যদিকে টপঅর্ডারে একমাত্র উজ্জ্বল ছিলেন তানজিদ তামিম, ১৮ বলে করেন ৪০ রান।
এই হারে বাংলাদেশ প্রথমবার কোনো সহযোগী সদস্য দলের কাছে সিরিজ হারল, যা টাইগারদের টি-টোয়েন্টি ইতিহাসে একটি হতাশাজনক অধ্যায় হয়ে থাকল।