ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

বল হাতে মুম্বাইকে চেপে রাখছে মুস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৯:২১ পিএম
ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৬৩তম ম্যাচে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লড়ছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই। এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। 

আজ বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল।  এদিন ৩ নম্বর ওভারের সময় বল তুলে দেন দিল্লি কাপ্তান মুস্তাফিজের হাতে।

বল হাতে পেয়ে প্রথম ওভারেই আস্থার প্রতিদান দেন বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারে ৩ রান দিয়ে তুলে নেন রোহিত শর্মার মূল্যবান উইকেট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুম্বাইয়ের সংগ্রহ ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০৮ রান। ক্রিজে ২২ বলে ২৮ রান নিয়ে ব্যাট করছেন  সুরাইয়া কুমার।  অপরদিকে ২৬ বলে ২৭ রান নিয়ে খেলছেন তিলক ভার্মা।

এদিকে দিল্লির হয়ে বল হাতে ১টি করে উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান, মুকেশ কুমার ও কুলদীপ যাদব।