সারা দেশে মৌসুমি ফল লিচুর আগমন ঘটেছে। এরই ধারাবাহিকতায় দেশের অন্যান্য অঞ্চলের মতো গাজীপুরের কোনাবাড়ী বাজারেও উঠেছে রসালো এই ফল। তবে এবার এই বাজারে পিসের পাশাপাশি কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। নতুন এই পদ্ধতিতে লিচু কিনতে ভিড় করছেন ক্রেতারা।
স্থানীয় বাজারে ১০০ পিছ লিচু ৩৮০ থেকে ৪২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একই সঙ্গে প্রতি কেজি লিচুর দাম ধরা হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা।
বিক্রেতারা বলছেন, মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় দাম তুলনামূলক বেশি। এ ছাড়া ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে পিসে ছাড়াও কেজি দরে লিচু বিক্রি করা হচ্ছে।
এ প্রসঙ্গে এক লিচু বিক্রেতা বলেন, ‘অনেকেই বলেন, পিস গুনে লিচু কেনা কষ্টকর, তাই চাহিদার কারণে কেজিতে বিক্রি করছি। এতে আমরাও লাভবান হচ্ছি, আবার ক্রেতারাও সহজে কিনতে পারছেন।’
স্থানীয় বাসিন্দা রহিম বলেন, ‘বাচ্চাদের জন্য লিচু কিনতে এসে দেখি কেজি দরে বিক্রি হচ্ছে। আগে যেখানে পিস আকারে কিনতাম, এখন কেজি ধরে নিতে হচ্ছে। এতে দাম একটু বেশি পড়লে সহজেই কেনা যাচ্ছে।’