চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের চাঞ্চল্য সৃষ্টিকারী ৫ ব্যক্তি নিখোঁজ (অপহরণ) হওয়ার ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা এজাহারনামীয় আসামি নন। গ্রেপ্তারকৃতরা হলেন জীবননগর থানার হরিহরনগর গ্রামের বাসিন্দা মৃত আ. গনির ছেলে আজিজুল হক (৪৫) ও মো. মুন্নাফের ছেলে আমিরুল ইসলাম (৩৭)।
গত অক্টোবর মাসের ১৩ ও ১৪ তারিখে গোয়ালপাড়া গ্রামের স্বপন, হাসান, আবুল হোসেন, আনার হোসেন এবং তার ছেলে শফি রহস্যজনকভাবে নিখোঁজ হন। নিখোঁজদের পরিবারের অভিযোগ, একটি সোনা চোরাচালানকে কেন্দ্র করে এই পাঁচজনকে অপহরণ করা হয়। নিখোঁজদের মধ্যে তিনজন (স্বপন, হাসান, আবুল হোসেন) পাচারের সময় মাঠে ঘাস কাটছিলেন। নিখোঁজ হাসানের বাবা শওকত আলী বাদী হয়ে জীবননগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ মূল আসামিদের গ্রেপ্তার বা অপহৃতদের উদ্ধারে ব্যর্থ হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিল। সর্বশেষ এই দুজনকে গ্রেপ্তারের মাধ্যমে মামলাটির তদন্তে নতুন গতি এলো বলে মনে করা হচ্ছে।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আনোয়ারুল কবির বলেন, ‘অপহরণ মামলার পর সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তাদের আদালতে সোর্পদ করা হবে।’
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন