ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার অংশগ্রহণে জেলা বিএনপির মতবিনিময়

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৬:৪৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অংশগ্রহণকে কেন্দ্র করে দিনাজপুরে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে দিনাজপুর জেলা বিএনপি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। তিনি জনগণের ভালোবাসায় আজও দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন। দিনাজপুরের মানুষ তাকে ভালোবাসে, তাকে দেখতে চায় সংসদে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে দেশে গণতন্ত্র ও মানবাধিকারের যে সংকট তৈরি হয়েছে, তা থেকে উত্তরণের একমাত্র পথ হলো নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর সিদ্দিক, বিএনপির কেন্দ্রীয় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সহসভাপতি মোকাররম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়া প্রার্থী হলে দিনাজপুরের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। তারা বিশ্বাস করেন, জনগণ ভোটের মাধ্যমে গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়ার নেতৃত্বে দেশে পুনরায় একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।

সভায় বক্তারা আরও আহ্বান জানান, আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ের মাধ্যমে দেশনেত্রীর নেতৃত্বে একটি জনগণের সরকার গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।