গরুচোর সন্দেহে গ্রামবাসী চারজনকে গণপিটুনি দিয়েছেন। এতে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) ভোররাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. শান্ত ইসলাম (২১)। তিনি নরসিংদীর মাধবদী উপজেলার বালুচর এলাকার বাসিন্দা।
আহতরা হলেন রিফাত (১৯) কালীগঞ্জের বড়হরা এলাকার বাসিন্দা, রুবেল (২৮) ভাটিরা এলাকার বাসিন্দাে এবং আবদুল্লাহ (২৭) বান্দাখোলা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ ভোররাত আনুমানিক পৌনে চারটার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কৃষক শামসুদ্দিন মোল্লার গোয়ালঘরে চুরির উদ্দেশ্যে একদল ব্যক্তি হানা দেয়। ওই সময় শামসুদ্দিন পাশের ঘরেই ঘুমাচ্ছিলেন। শব্দ পেয়ে তিনি উঠে চোরদের দেখতে পান এবং মসজিদের মাইক ব্যবহার করে গ্রামবাসীকে ডাকেন।
পরে উত্তেজিত গ্রামবাসী ধাওয়া করে চারজনকে ধরে ফেলে এবং পিটুনি দেয়। এতে শান্ত ইসলাম ঘটনাস্থলেই মারা যান। বাকিরা আহত হয়ে পড়েন।
খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত শান্ত ইসলামের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গ্রামবাসী কৃষক শামসুদ্দিন মোল্লা বলেন, ‘কয়েক দিন আগে আমার একটি গরু চুরি হয়েছিল। এরপর থেকেই আমি রাতে পাহারা দিচ্ছি। আজ ভোরে চোরেরা ঢুকলে আমি চিৎকার করে সবাইকে ডাকি। পরে চারজনকে ধরে ফেলে গ্রামবাসী এবং মারধর করে।’
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শহিদুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন আগেই মারা যান। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।’
ঘটনার বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন সংবাদমাধ্যকে জানান, ‘গরু চুরির অভিযোগে চারজনকে ধরে গ্রামবাসী গণপিটুনি দেয়। এতে একজন মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
আপনার মতামত লিখুন :