নতুন প্রজন্মের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইতিহাস ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী। শহীদদের আত্মত্যাগ স্মরণে আয়োজিত এ অনুষ্ঠান ছিল আবেগঘন ও অনন্য।
শনিবার (২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও কটিয়াদি পৌরসভা প্রশাসক লাবনী আক্তার তারানা।