ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

যুবদল নেতার অবৈধ বালুর সাম্রাজ্যে ভ্রাম্যমাণ আদালতের হানা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ১০:৩৩ এএম
যুবদলের সভাপতির অবৈধ বালুর ব্যবসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইনসেটে জহির মেম্বার। ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম ওরফে জহির মেম্বারের অবৈধ বালুর ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার বৈরাগীরচর গ্রামে ব্রহ্মপুত্র নদীর পাড়ে অভিযান পরিচালনা করেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।

স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদ রক্ষায় সরকারের চলমান খনন প্রকল্পের মাটি ও বালু দিয়ে বিশাল ডাইক তৈরি করা হয়েছিল। পরে সরকারি নিলামের মাধ্যমে এসব বালু বিক্রির সিদ্ধান্ত হয়। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় যুবদল নেতা জহির মেম্বার সেখানে অবৈধ বালুর রাজ্য গড়ে তোলেন।

আনুমানিক ১০ কোটি টাকার বালুর ডাইক থেকে ইতোমধ্যে প্রায় ৬ কোটি টাকার বালু বিক্রি করা হয়েছে। এখনো প্রায় ৪ কোটি টাকার বালু সেখানে মজুত আছে বলে দাবি করেন এলাকাবাসী।

অভিযোগ রয়েছে, আগের সরকারের আমলেই সাবেক সাংসদ নূর মোহাম্মদের ভাগ্নে মুনের ঘনিষ্ঠতার সুযোগে জহির মেম্বারের এই অবৈধ ব্যবসা শুরু হয়। বর্তমানেও কিছু লোককে শেয়ার দিয়ে তিনি পুরো ডাইক দখলে রেখে বালু বিক্রি চালিয়ে যাচ্ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা বলেন, সরকারি বালুর ডাইক থেকে অবৈধভাবে বালু বিক্রির অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেছে। তারা ভুয়া কাগজপত্র বানিয়ে দীর্ঘদিন ধরে বালু বিক্রি করছিল। এজন্য বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে জহির মেম্বারের ব্যবহৃত একটি ভেকু মেশিন জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।