ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

কুষ্টিয়ায় ১২ লাখ টাকার পলিথিন জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ১০:২১ পিএম
মিরপুরে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ। ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা এলাকায় আব্দুল গণি মোল্লার বাড়ির নিচতলার একটি গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২ হাজার ৫৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

অভিযানটি পরিচালনা করেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম। এতে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এবং পরিবেশ অধিদপ্তর সহযোগিতা করে।

অবৈধভাবে পলিথিন মজুদ রাখার দায়ে আব্দুল গণি মোল্লাকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর অধীনে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, ‘পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’