ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

লক্ষ্মীপুরে ৩০০ প্রাইমারি স্কুলে লাইব্রেরি কর্নার উদ্বোধন 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৪:৫৩ পিএম
লক্ষ্মীপুরে ৩০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি কর্নার উদ্বোধন। ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে ৩০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি কর্নার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে লাইব্রেরি কর্নারের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।

এর আগে সদর উপজেলা হল রুমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১০৫টি করে বই প্রদান করা হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: পুলিশ সুপার মো. আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা প্রমুখ। 

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, ‘বিশ্বকে জানার জন্য লাইব্রেরিতে যাওয়া প্রয়োজন। আমাদের বর্তমান প্রজন্ম লাইব্রেরি বিমুখ। তাদের লাইব্রেরিমুখী করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্নার স্থাপন একটি ভালো উদ্যোগ। এতে জ্ঞানের আলো লক্ষ্মীপুর থেকে সারা দেশে ছড়িয়ে পড়বে।’