কক্সবাজারের টেকনাফে বিএনপি নেতা এমদাদ হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতের দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহত এমদাদ হোসেন টেকনাফ পৌরসভা বিএনপির সহসভাপতি এবং পৌরসভার ৭নং ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকার আলী হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা এমদাদকে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাঙের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় দেশীয় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।’
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওসি আশরাফ হোসেন জানান, ‘আসামি সাইমন শরীফকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।’