ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

মোহামেডানকে গুড়িয়ে শিরোপা জিতল বসুন্ধরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৫:৩৭ পিএম
জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল বসুন্ধরা কিংস। ছবি- সংগৃহীত

চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল বসুন্ধরা কিংস।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিড পেয়ে যায় বসুন্ধরা। ৭ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোল করে দলকে এগিয়ে নেন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মোহামেডানকে সমতায় ফেরান উজবেকিস্তানের মুজাফফরভ।

প্রথমার্ধেই হলুদ কার্ড দেখেছিলেন কিংসের সোহেল রানা। ৬৩ মিনিটে মাঝমাঠে মিনহাজুল রাকিবকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন তিনি। ১০ জনের দলে পরিণত হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল কিংসের কাছেই।

একজন কম খেলোয়াড় নিয়ে মোহামেডানের ওপর চড়াও হতে থাকে কিংস। ৬৬ মিনিটে ডরিয়েলটনের হেড মোহামেডানের গোলরক্ষক সুজন ফিরিয়ে দিলেও পরের আক্রমণ থেকে ঠিকই ব্যবধান বাড়িয়ে নেন কিংসের আরেক ব্রাজিলিয়ান রাফায়েল।

ম্যাচের ৭৪ মিনিটে ডরিয়েলটনের বাড়ানো বলে গোল করেন এমানুয়েল সানডে। ৮৬ মিনিটে ডরিয়েলটন নিজেদের দ্বিতীয় গোল করলে কিংস এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। শেষ পর্যন্ত গোল আর বাড়েনি। মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের শিরোপা ঘরে নেয় কিংস।