বাংলাদেশের পতাকা এবারও উড়বে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার মঞ্চে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৫, লিবিয়ার রাজধানী বেনগাজিতে অনুষ্ঠিতব্য ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক মনোনীত প্রতিযোগী হাফেজ আনাস বিন আতিক।
এ প্রতিযোগিতায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (হাফিযাহুল্লাহ)-এর প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী মাসউদুর রহমান পর্যবেক্ষক হিসেবে অংশ নেবেন।
আজ সংগঠনের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী তাদের হাতে ভিসা, টিকিটসহ যাবতীয় কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক মাওলানা সুলাইমান নোমান তাফহীমসহ অন্যান্য নেতারা।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর তত্ত্বাবধানে ২০২২ সালে সালেহ আহমদ তাকরীম, ২০২৩ সালে আবু তালহা ও মুস্তাফিজুর রহমান গাজী, ২০২৪ সালে মাহমুদুল হাসান, লিবিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের মর্যাদা বিশ্ব দরবারে সমুন্নত করেছেন। ধারাবাহিকভাবে এবার ১৩তম আসরে হাফেজ আনাস বিন আতিক বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।