ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

ছেলের বাবা হলেন অভিনেতা সাব্বির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৬:২৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ। অভিনেতা মীর সাব্বিরের নামের সঙ্গে মিল থাকায় ইন্ডাস্ট্রিতে সবাই তাকে ছোট সাব্বির বলে ডাকে। নিয়মিত নাটকে অভিনয় করছেন এই অভিনেতা। এদিকে, দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হলেন এই অভিনেতা৷

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মাগুরার একটি বেসরকারি ক্লিনিকে পুত্র সন্তান জন্ম দেন সাব্বির আহমেদের স্ত্রী নাসরুমা নাসির বিথি। ডা. তপন কুমারের তত্ত্বাবধানে নবজাতকের জন্ম হয়েছে।

সুখবর জানিয়ে দৈনিক রূপালী বাংলাদেশকে সাব্বির বলেন, ‘আলহামদুলিল্লাহ নবজাতক ছেলে ও ছেলের মা সুস্থ আছেন। ছেলের নাম রেখেছি শেখ মো. সাইয়ান আহমেদ। আমাদের প্রথম কন্যা সন্তানের নাম শেখ তাসনিম আহমেদ সাবিহা। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে, ২০২১ সালের ২০ জুন বাবা দিবসে সাব্বির-বীথির ঘর আলোকিত করে আসে প্রথম কন্যাসন্তান। তার আগের বছরের ২০ আগস্ট তিনি বীথিকে বিয়ে করেন।