ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। একক ও ধারাবাহিক নাটক থেকে শুরু করে ইউটিউব কনটেন্ট, সব মাধ্যমেই সমানভাবে সফল শামীম। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ইতোমধ্যেই নতুন প্রজন্মের কাছে একজন নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে স্থান করে নিয়েছেন। তবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে কঠিন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে জানালেন, একই ধাঁচের চরিত্রে অভিনয় করতে করতে তিনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন।
নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি লিখেন, সামনের মাস থেকে গল্পে যদি পরিবর্তন না আনেন আমি কাজ করতে যাচ্ছি না। দিন শেষে আমি ‘একই রকম অভিনয় করি’ বা ‘হাউ কাউ’ করি এই কথাটা শুনতে বছরের পর বছর কাজ করে যাচ্ছি না। এই রুচি যে আমার না, এটার পেছনে বাকিদের অবদানটাই বেশি এই কথা আমি আপনাদের সহজভাবে বুঝাতে পারব না। আবার রাজনীতির শিকার হয়ে যাবো।
শামীম লিখেন, অভিনয়ের ক্ষুধা আপনি টাকা দিয়ে পূরণ করতে পারবেন না। অন্য কোন দায়িত্ব দেন কষ্ট হউক করতে রাজি আছি কিন্তু একই জিনিস থেকে আমাকেও মুক্তি দেন। আমিও বোরড! অনেকদিন যাবত ভেবেছি আজকে প্রকাশ করলাম। ছুটি নিবো, ঘুরতে যাবো। অনেক কাজ করেছি সেগুলা ততদিনে ‘রিলিজ’ করেন।
এই অভিনেতা বলেন, যারা টাকা নিয়ে আমাকে দিয়ে হাউ কাউ করায় তারা যখন অন্য কাউকে বলে আমাকে দিয়ে হাউ কাউ ছাড়া অভিনয় হয় না। কিন্তু এই হাউ কাউ তো আপনাদের রুচি, আমার না। আমি তাদেরকে আমার অভিনয় একটা বার দেখাতে চাই। বয়সে বড় হয়েছি। অনেক বদলে গেছি। একবার সুযোগ দেন। এরপর না হয় বিচার করলেন। আপনার মুখ থেকেই সুনামের জন্য যেভাবে অভিনয় করা লাগে করে দেখাবো। চ্যালেঞ্জ!
শামীম যোগ করেন, সময়ের সাথে তিনি অনেক বদলেছেন। তাই একটি সুযোগ পেলে তিনি প্রমাণ করতে চান, দর্শক ও নির্মাতাদের মুখে সুনামের জন্য প্রয়োজনীয় অভিনয়ও তিনি করে দেখাতে পারবেন।
উল্লেখ্য, শামীম হাসান সরকার সাম্প্রতিক সময়ে টেলিভিশনের পাশাপাশি ইউটিউব কনটেন্টেও নিয়মিত কাজ করছেন। বহুমাত্রিক অভিনয়শৈলীর কারণে তিনি অল্প সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন। অভিনয়ের ভিন্নতা নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যকে নাট্যাঙ্গনের অনেকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।