ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

যৌথ বাহিনীর অভিযানে ২৭ মাদকসেবী আটক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৭:১৭ এএম
আটককৃত ২৭ মাদকসেবী। ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী যৌথ অভিযানে ২৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি ১৮ জনকে যাচাই-বাছাইয়ের জন্য থানায় নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে চাষাঢ়া রেলস্টেশন ও ইসদাইর এলাকায় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন।

অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে প্রায় ৭০-৮০ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে মাদক সেবন ও সংশ্লিষ্টতার অভিযোগে ২৭ জনকে চিহ্নিত করা হয়। আটককৃতদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে ৯ জনকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়। এর মধ্যে সাত দিনের সাজাপ্রাপ্তরা হলেন রাকিব (২০), রাজন (২১) ও রবিন (২৫)। ১৫ দিনের সাজা পেয়েছেন জাহাঙ্গীর (২৫), হানিফ (২৫) ও লিমন (১৯)। 

এছাড়া, লেবু শেখ (৫০), ফারুক (৬৫) ও সিয়াম (২০) নামের তিনজনকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন জানান, আটককৃত ১৮ জনকে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, মাদকসেবীদের কারণে কিশোর গ্যাং, হত্যা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বাড়ছে। জেলা পুলিশ এসব অপরাধ দমনে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। 

তিনি আরও বলেন, অভিযানের সময় পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।