ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

নাইজেরিয়ায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১০

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৮:৫৩ এএম
নাইজেরিয়ার লাগোসে আফ্রিল্যান্ড টাওয়ার্স নামের সাততলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। ছবি- সংগৃহীত

নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৫ জন। শুক্রবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আফ্রিল্যান্ড টাওয়ার্স নামের সাততলা ভবনে আগুন লাগার পর তৃতীয় ও চতুর্থ তলা থেকে মানুষজন জীবন বাঁচাতে লাফিয়ে পড়ছেন।

ভবনটি মূলত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সংস্থার অফিস হিসেবে ব্যবহৃত হয়। নিহতরা ছিলেন বাণিজ্যিক কর্মী। তারা ভবনের ভেতরে আটকা পড়েছিলেন। এদিকে, বেঁচে ফেরা অনেকেই দগ্ধ হয়েছেন, অনেকের শরীরের হাড় ভেঙে গেছে, কেউ কেউ শ্বাসকষ্টেও ভুগছেন।

লাগোসের জরুরি ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ভবনের বেসমেন্টে স্থাপিত বৈদ্যুতিক সরঞ্জাম থেকে আগুনের সূত্রপাত। সংস্থাটি ধারণা করছে, দুর্বল রক্ষণাবেক্ষণ ও পর্যাপ্ত বাতাস চলাচলের অভাবে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু ঘটনাটিকে ‘দুঃখজনক’ উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এরইমধ্যে ফায়ার সার্ভিস এ ঘটনার কারণ ও নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে তদন্ত শুরু করেছে।