ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

গাজায় বোমা বিস্ফোরণে ৪ ইসরায়েলি সেনা নিহত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:১৯ পিএম
বোমা বিস্ফোরণে নিহত লেফটেন্যান্ট এরান শেলেম, লেফটেন্যান্ট বেন ইতঝাক, লেফটেন্যান্ট রন আরিয়েলি ও মেজর ওমরি চাই বেন মোশে। ছবি- সংগৃহীত

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সোমবার একটি সামরিক অভিযানের সময় বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নিহতরা হলেন—মেজর ওমরি চাই বেন মোশে (২৬), লেফটেন্যান্ট রন আরিয়েলি (২০), লেফটেন্যান্ট এতান আভনার বেন ইতঝাক (২২) এবং লেফটেন্যান্ট এরান শেলেম (২৩)। এ ঘটনায় আরেক সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সোমবার সকাল সোয়া ৯টার দিকে রাফার জেনিনা পাড়ায় অভিযান চালানোর সময় বিস্ফোরণটি ঘটে। হামাসের সন্দেহভাজন ঘাঁটি ধ্বংস করার কাজে অংশ নেওয়া ইউনিটটির সামনে ছিল একটি সাঁজোয়া ডি-৯ বুলডোজার, তার পেছনে দুটি হামভি যান। এর মধ্যে একটি গাড়ি বোমার স্পর্শে বিস্ফোরিত হয়।

সেনা কর্মকর্তারা জানান, ওই ইউনিটটি সেদিন সকালে সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে তিনটি সংঘর্ষে জড়িয়েছিল। তারা তদন্ত করছে, বিস্ফোরণের আগে কোনো হামাস স্নাইপার গুলি চালিয়েছিল কিনা।

নিহতরা অফিসার্স ট্রেনিং স্কুল বাহাদ ১-এর ডেকেল ব্যাটালিয়নের সদস্য ছিলেন। বেন মোশে ব্যাটালিয়নের একটি কোম্পানির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং এর আগে প্যারাট্রুপার ব্রিগেডে ছিলেন। আরিয়েলি, বেন ইতঝাক ও শেলেম যথাক্রমে গোলানি ব্রিগেড, কমান্ডো ব্রিগেড এবং এলিট সায়েরেট মাতকাল ইউনিটে কাজ করেছেন।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, অফিসার্স স্কুলসহ ২৬১তম ব্রিগেড ‘পুরো যুদ্ধজুড়ে বীরত্বের সঙ্গে লড়েছে’ এবং রাফায় অভিযানের সময় হামলার শিকার হয়েছে। তিনি আরও বলেন, ওই এলাকায় এখনো হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক আছে এবং ইসরায়েলি বাহিনী সেগুলো ধ্বংসের কাজ চালিয়ে যাচ্ছে।