ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার কী অবস্থা

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৯:৩৯ এএম
ঢাকার বায়ু। ছবি- সংগৃহীত

বিশ্বজুড়ে বায়ুদূষণ ক্রমেই উদ্বেগজনক মাত্রায় পৌঁছাচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের শীর্ষ শহরগুলোর একটি হিসেবে চিহ্নিত। গত কয়েকদিনের বৃষ্টির কারণে ঢাকার বায়ুমান কিছুটা উন্নত হলেও আজ আবার দূষণ বেড়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার–এর তথ্য অনুযায়ী, ৮৫ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২২তম। এ স্কোরকে মাঝারি দূষণ হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৮৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে উগান্ডার কামপালা (১৮০), তৃতীয় স্থানে ভারতের দিল্লি (১৬৪), চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর (১৬২) এবং পঞ্চম স্থানে ভিয়েতনামের হেনোই (১৩৭)।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।