ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আ.লীগের মিছিলে নেতৃত্ব দেওয়ায় তেজগাঁও কলেজের শিক্ষক গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৮:০০ পিএম
গ্রেপ্তার আশরাফুল। ছবি- রূপালী বাংলাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার অপরাধে তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁও ইন্দ্রিরা রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশরাফুল গাজাীপুরের কাশিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।



‎বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন। 

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, ‘রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলগুলোর নেতৃত্ব দেওয়ার অপরাধে আমরা তেজগাঁও কলেজের বাংলা বিভাগের শিক্ষক আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছি।’

ওসি জানান, ‘সম্প্রতি শেরে বাংলা নগর এলাকায় আওয়ামী লীগের মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় আশরাফুল আলমের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছি আমরা। তার ফেসবুক মেসেঞ্জারে এসব প্রমাণ পাওয়া গেছে।’

গ্রেপ্তারকৃত শিক্ষক আশরাফুলের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে বলেও জানান ওসি মোবারক হোসেন।