ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০২:০৩ পিএম
ছবিটি এআই দিয়ে বানানো।

রাজধানীর সবুজবাগ থানাধীন বাসাবো বৌদ্ধমন্দির সংলগ্ন আহম্মেদবাগ এলাকার একটি ভাড়া বাসায় শিবলী সাদিক সৈকত (দীপু) (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (০২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দীপুর মামা রফিকুল ইসলাম সোহাগ জানান, ‘আমার ভাগিনা পেশায় একজন বিকাশ কর্মী ছিলেন। প্রায় দেড় বছর আগে বিয়ে হয়েছিল। স্বামী-স্ত্রীর কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে দীপু নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।’

পুলিশকে খবর দিলে, পুলিশের সহায়তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দীপুর গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার খন্দকিয়া গ্রামে। তার বাবার নাম মো. সরোয়ার আলম। বর্তমানে, সে বাসাবো বৌদ্ধ মন্দির এলাকার ১২০/১ নম্বর বাসার দ্বিতীয় তলায় সাবলেট হিসেবে ভাড়া থাকত। সে এক ভাই এক বোনের মধ্যে বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।