আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ২৩৫টি আসনের প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে। সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নোয়াখালীর ৬টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন:
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক): বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত এই আসনটি বিএনপির দখলে ছিল।
নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক): বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত টানা পাঁচবার এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ): কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। ১৯৯১, ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর): ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনবার এই আসনে বিজয়ী হন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট): ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।
নোয়াখালী-৬ (হাতিয়া): চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।


