ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

নতুন ইউনিফর্মে পুলিশ, রঙ নিয়ে অসন্তোষ

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৩:০৫ এএম
পুলিশের নতুন পোশাক

খুব শিগগির বাংলাদেশ পুলিশের সদস্যরা পাচ্ছেন নতুন রঙের নতুন পোশাক। সদর দপ্তর থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে রাজারবাগ পোশাক ভান্ডার থেকে নতুন পোশাকসামগ্রী সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নতুন পোশাকের রঙ নিয়ে বাহিনীর অভ্যন্তরে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কাঠামোগত সংস্কারের পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবিও ওঠে। সেই ধারাবাহিকতায় পুলিশের পোশাকের রঙ নির্ধারণ করা হয়েছে লোহার (আয়রন) ধূসর, র‍্যাবের জলপাই (অলিভ) ও আনসারের সোনালি গম (গোল্ডেন হুইট) রঙের।

গত ২৮ অক্টোবর পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (লজিস্টিক) সারোওয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, নতুন পোশাকসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিটগুলোকে ২ নভেম্বরের মধ্যে রাজারবাগ থেকে সামগ্রী সংগ্রহের নির্দেশ দেওয়া হয়।

মাঠপর্যায়ে ‘রুচির দুর্ভিক্ষ’ মন্তব্য

দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথা হয় নতুন পোশাকের রঙ নিয়ে। এ সময় অনেকেই ‘অরুচিকর’ ও ‘বেমানান’ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, ‘এই রঙ রুচির দুর্ভিক্ষের প্রতিচ্ছবি।’

পুলিশের এক কর্মকর্তা বলেন, যদি ডিআইজি বা এসপিদের মতামত নেওয়া হতো, কেউই এই রঙ সমর্থন করতেন না। 

সরকারের ব্যাখ্যা

চলতি বছরের ২০ জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, অভ্যুত্থানের পর পুলিশ সংস্কারের অংশ হিসেবে নতুন পোশাকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, জেলা ও মেট্রোপলিটন পুলিশের মধ্যে রঙের ভিন্নতা দূর করতেই নতুন ইউনিফর্ম আনা হচ্ছে। ১৫ নভেম্বরের মধ্যেই ডিএমপি ও অন্যান্য মেট্রোপলিটন ইউনিটে নতুন পোশাক চালুর পরিকল্পনা আছে।

কমিটি ও নতুন লোগো

পোশাক ও লোগো পরিবর্তনের জন্য সদর দপ্তর ১০ সদস্যের একটি কমিটি গঠন করে। উন্নত বিশ্বের কয়েকটি দেশের পুলিশ ইউনিফর্ম বিশ্লেষণ করে ১৮ ধরনের পোশাক ট্রায়াল দেওয়া হয়। পরে পাঁচটি রঙের মধ্য থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকে ভোটের মাধ্যমে চূড়ান্ত করা হয়।

নতুন লোগোতেও পরিবর্তন আনা হয়েছে। লোগোতে আর থাকছে না নৌকা, এর জায়গায় থাকছে শাপলা, ধান ও গমের শীষ।