নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।
দুইভাই হলেন ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামের মৃত হায়ের প্রামানিকের ছেলে মফিজ প্রামানিক (৬৫) ও হবিজ প্রামানিক (৪৫)। দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের ছোট ভাই বেলাল প্রামানিক জানান, মফিজ ও হবিজ দুজনই মানসিক প্রতিবন্ধী ছিলেন। তারা দুজন দুপুরে বাড়ির পাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় অসাবধানতাবশত বাড়ি থেকে দূরে থাকা একটি পুকুরে পড়ে যান।
পরে স্থানীয়রা তাদের পুকুরে ভাসতে দেখেন এবং প্রথমে এক ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। খোঁজাখুঁজির পর দ্বিতীয় ভাইকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’