ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বিয়ে করলেন শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৭:৪৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আল মুস্তফা মসজিদে বিয়ে করেছেন এই অভিনেত্রী।

একাধিক ঘনিষ্ট সূত্র বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বরের নাম বা পরিচয় এখনো জানা যায়নি।

এ সময় মিষ্টিমুখ করাতে মসজিদে উপস্থিত সবাইকে অভিনেত্রী বাদাম ও খেজুর খাইয়েছেন বলেও জানা গেছে।

শবনম ফারিয়া ক্যারিয়ারের শুরু করেছিলেন মডেল হিসেবে। এরপর জনপ্রিয়তা নিয়ে পা রাখেন অভিনয়ে। একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমা দিয়ে বড় পর্দাতেও অভিষেক হয় শবনম ফারিয়ার।