ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

দিনে-দুপুরে প্রবাসীর ফোন-মানিব্যাগ ছিনতাই, ৫ যুবক আটক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৯:১৩ পিএম
আদেরকৃতদের মধ্যে দুজন। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় দিনে দুপুরে এক দুবাই প্রবাসী ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় জনতা ৫ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মীনা কমিউনিটি সেন্টার থেকে বাড়ি ফেরার পথে প্রবাসী মীর মো. সাইফুদ্দিন ছিনতাইয়ের কবলে পড়েন।

এ সময় ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও একটি মানিব্যাগ ছিনিয়ে নেন। প্রবাসী মো. সাইফুদ্দিন পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা

স্থানীয়রা দুইজনকে হাতেনাতে ধরে গলায় জুতা পড়িয়ে এবং মাথার চুল ন্যাড়া করে দেন। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরও তিনজনকে আটক করা হয়। মোট পাঁচজনকে পুলিশ থানায় নিয়ে যায়। এদের মধ্যে আপন (১৭), ফারুক (১৭) ও তারেক (১৯) রয়েছে।

পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের ফরিদ সওদাগরের মেয়ের বিয়েতে যোগ দেওয়ার পর বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে প্রবাসী ছিনতাইকারীদের শিকার হন। ঘটনা মুহূর্তের ভিডিওতে দেখা গেছে জনতা দুইজনকে গলায় জুতা পড়িয়ে মারধর করছেন।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, প্রবাসীর ছিনতাই ও ৫ জনকে আটকের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে আসে।