নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী এলাকায় ৭০ বছর বেদখলে থাকা প্রায় ৭০ বিঘা জমিতে ইকো পার্ক নির্মাণকাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক জানান, দেশের অন্যতম বর্ষিজোড়া ও সীতাকুণ্ড ইকো পার্কের আদলে আড়াইহাজারে এই ইকো পার্ক নির্মাণ করা হবে। আড়াইহাজারের মানুষের পাশাপাশি সারা দেশের টুরিস্টদের জন্য এটি একটি ভালো বিনোদন কেন্দ্রে পরিণত হবে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, এই নারায়ণগঞ্জ শহরটি এমন, যেখানে প্রকৃতির ছোঁয়া খুব একটা পাওয়া যায় না। এত বেশি শিল্পায়ন হয়েছে এবং এত বেশি আবাসন প্রকল্পগুলো গড়ে উঠছে, আমাদের মনে হয়েছে একটি ইকো পার্ক দরকার। তিনি বলেন, এ সপ্তাহের মধ্যে পুরো এলাকায় সীমানাপ্রাচীর দেওয়া হবে। ডিজাইনে নতুনত্ব আনার পাশাপাশি দ্রুতসময়ের মধ্যে নির্মাণ কাজ দৃশ্যমান করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন জানান, বাংলাদেশ ফলিত, পুষ্টি ও গবেষণা ইনস্টিটিউটের (বারটান) পাশে মেঘনার তীরবর্তী এলাকায় ইকো পার্ক নির্মিত হলে পর্যটকরা ভিন্ন এক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
জানা যায়, বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের পাশে এ জমির অবস্থান। ১৯৪৭ সালের পর হিন্দু সম্প্রদায়ের মালিকরা ভারতে চলে যাওয়ার পর জমিটি ‘খ’ তফসিলভুক্ত হয়। স্থানীয় শতাধিক পরিবার সেখানে চাষাবাদ শুরু করে। ২০২০ সালে আওয়ামী লীগের নেতারা জমিটি দখলে নিয়ে বালু ব্যবসা শুরু করেন। সম্প্রতি জমির দখল নেন স্থানীয় বিএনপি নেতারা।