নেপাল, ফিলিপাইন, পূর্ব তিমুরের পর এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। বিদ্যুৎ ও পানির সংকট ঘিরে আন্দোলন শুরু হয়েছিল দেশটিতে। রাজধানী আন্তানানারিভোতে সহিংস বিক্ষোভের জেরে রাতে ১০ ঘণ্টা কারফিউ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
এতে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হাজারো তরুণ বিক্ষোভকারীরা সড়কে নেমে সরকারবিরোধী স্লোগান দেন এবং নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহের দাবি তোলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বিক্ষোভকারী তরুণ-তরুণীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে।
সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে যৌথ নিরাপত্তা সংস্থার প্রধান জেনারেল অ্যাঞ্জেলো রাভেলোনারিভো বলেন, ‘কিছু ব্যক্তি পরিস্থিতির সুযোগ নিয়ে জনগণের সম্পদ নষ্ট করছে। জনগণ ও তাদের সম্পদ রক্ষায় নিরাপত্তা বাহিনী রাজধানীতে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করেছে, যা জনশৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত বহাল থাকবে।’
প্রতিবাদ-বিক্ষোভ চলাকালে রাজধানীর একটি শপিং মল লুটের পর অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি দুই আইনপ্রণেতার বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভকারীরা ‘আমাদের পানি চাই, বিদ্যুৎ চাই’ স্লোগান দিতে দিতে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ ছত্রভঙ্গের পর তা রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার সরকার দেশের পরিস্থিতির উন্নতি করতে ব্যর্থ হয়েছে বলে অনেক নাগরিক অভিযোগ করছেন।