ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ফের ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৪:৩৫ পিএম
প্রতীকী ছবি

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা। শুক্রবার পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) ভূমিকম্প পর্যবেক্ষণ নেটওয়ার্কের বরাত দিয়ে সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পেশাওয়ার, অ্যাটক, চিত্রালসহ আশপাশের এলাকায়ও ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতিরও কোনো তথ্য মেলেনি।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল হিন্দুকুশ অঞ্চলে, ভূমি থেকে প্রায় ১৯৫ কিলোমিটার গভীরে।

সাম্প্রতিক বছরগুলোতে প্রায়ই পাকিস্তান ও আফগানিস্তানে ভূমিকম্প আঘাত হানছে। রেকর্ড বলছে, ভারত ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত হওয়ায় পার্শ্ববর্তী দেশগুলোতে ভূমিকম্পের প্রবণতা বেশি।

গত মাসে আফগানিস্তানের দুর্গম পূর্বাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হন এবং কয়েক হাজার মানুষ আহত হন।

ভূমিকম্পের কয়েকদিন পর পাকিস্তানের বিভিন্ন অঞ্চল—ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশাওয়ার, মারদান, চিত্রাল, মুর্রীসহ আশপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়। এমনকি লাহোর পর্যন্ত প্রভাব ছড়িয়ে পড়ে।