ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:১৯ পিএম
বিসিবির নির্বাচন ৬ অক্টোবর। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত পরিচালনা পর্ষদের নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। নানা জটিলতা ও পরিবর্তনের পর অবশেষে ১৯২ জন কাউন্সিলরের মধ্য থেকে নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। এই তালিকাই নির্ধারণ করবে দেশের ক্রিকেটের আগামী নেতৃত্ব কার হাতে উঠবে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নতুন যুক্ত হয়েছেন ২০ জন কাউন্সিলর, বাদ পড়েছে কিছু পুরোনো নামও।

এর আগে নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল ২২ সেপ্টেম্বর, তবে নানা জটিলতার কারণে একদিন বিলম্বে তা প্রকাশিত হয়।

বিলম্বের ফলে নির্বাচন কমিশন তফসিলেও কিছু পরিবর্তন আনেন। প্রথম খসড়া তালিকায় ছিল ১৭১ জন কাউন্সিলর, তবে চূড়ান্ত তালিকায় নতুন করে ২০ জন যুক্ত হয়েছেন। যদিও নির্ধারিত ১৯২ কাউন্সিলর পদে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা থেকে এবারও কোনো প্রার্থী নেই।

তিন ক্যাটাগরিতে হবে পরিচালনা পর্ষদ নির্বাচন

বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি প্রধান ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়।

১. জেলা ও বিভাগীয় প্রতিনিধি ক্যাটাগরি: এই ক্যাটাগরিতে মোট ৭১ জন কাউন্সিলর রয়েছেন। এই অংশ থেকে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে প্রত্যেকে ২ জন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে ১ জন করে পরিচালক নির্বাচিত হবেন।

২. ক্লাব ক্যাটাগরি: ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন।

৩. বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সংস্থা ক্যাটাগরি: ৪৫ জন কাউন্সিলরের ভোটে ১ জন পরিচালক নির্বাচিত হবেন।

সবমিলিয়ে এই তিন ক্যাটাগরি থেকে নির্বাচিত ২৫ জন পরিচালক আগামী বিসিবির সভাপতি নির্বাচনে ভোট দেবেন।

খসড়া তালিকার অসঙ্গতি ও সংশোধন

খসড়া ভোটার তালিকায় সিলেট, নরসিংদী, নওগাঁ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলরের নাম ছিল না। তবে চূড়ান্ত তালিকায় নরসিংদী ছাড়া বাকি সব জেলায় কাউন্সিলর অন্তর্ভুক্ত হয়েছে।

এ ছাড়া তৃতীয় ক্যাটাগরির ক্লাবগুলোর মধ্যে ১৫টি ক্লাবকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু চূড়ান্ত তালিকায় সেই ক্লাবগুলোও ফের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচনের হালনাগাদ সময়সূচি

৪ অক্টোবর হওয়ার কথা ছিল নির্বাচনের দিন, কিন্তু তা দুদিন পিছিয়ে ৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। নির্বাচন সংশোধিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

  • ২৬ সেপ্টেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
  • ২৭ সেপ্টেম্বর: মনোনয়ন ফরম বিতরণ
  • ২৮ সেপ্টেম্বর: মনোনয়ন জমার শেষ দিন
  • ২৯ সেপ্টেম্বর: যাচাই-বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ
  • ১ অক্টোবর: মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
  • ৬ অক্টোবর: নির্বাচন ও সন্ধ্যায় ফলাফল ঘোষণা
  • একই দিন রাত সাড়ে ৭টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন এবং রাত ৯টার মধ্যে ফলাফল প্রকাশের সম্ভাবনা
  • নির্বাচনে মোট ২৫ পরিচালক নির্বাচিত হবেন
  • জেলা ও বিভাগীয় প্রতিনিধি ক্যাটাগরি থেকে ১০ জন
  • ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন
  • বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সংস্থা ক্যাটাগরি থেকে ১ জন
  • বাকি ২ জন মনোনীত হবেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দ্বারা

বিসিবির সভাপতি পদে প্রার্থী হতে হলে প্রথমে পরিচালক নির্বাচিত হতে হবে। তারপর পরিচালনা পর্ষদের সদস্যরা ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করবেন।

এই নির্বাচনের মাধ্যমে আগামী চার বছরের জন্য বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ গড়বে নতুন নেতৃত্ব। তাই ক্রিকেটপ্রেমী এবং সংশ্লিষ্ট সকলের আগ্রহ ও উৎসাহ এখন পুরোপুরি নির্বাচনি প্রক্রিয়ায়।

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা