মেহেরপুরের গাংনী উপজেলায় জুমার নামাজের সময় চারটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মে) দুপুরে গাংনী পৌরসভার উত্তরপাড়ার কারবান ফার্নিচারের সামনে থেকে দুটি ও পৌরসভা মসজিদের সামনে থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়।
চুরি যাওয়া মোটরসাইকেলের মালিকেরা হলেন- গাংনী পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের সোলায়মান হোসেনের ছেলে হাবিবুর রহমান লিখন, উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মৃত সালামত শেখের ছেলে রকিবুল ইসলাম, চৌগাছা ৪ নং ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে কাবরান আলী ও ধানখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিল্লাল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাইরে মোটরসাইকেল রেখে মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছিলেন। নামাজ শেষ করে গিয়ে দেখেন মোটরসাইকেল নেই।
চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক কাবরান আলী বলেন, ‘নামাজের সময় চুরির এটা নিন্দনীয় ও দুঃখজনক। কল্পনাও করতে পারছি না নামাজের সময় মোটরসাইকেল চুরি করে নিয়ে যাবে চোর। তবে আমার গাড়িতে যে তেল রয়েছে, তাতে ৩ তিন কিলোমিটারের বেশি যেতে পারবে না।’
তিনি আরও বলেন, এ ঘটনায় দুপুরে গাংনী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, চুরির খবর পাওয়ার পরপরই প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। পৃথক দুটি স্থান থেকে চারটি মোটরসাইকেল চুরি হয়েছে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্ত শুরু হয়েছে।