ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নড়াইল কারাগারের হাজতির মৃত্যু

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৮:১১ পিএম
নড়াইল জেলা কারাগার। ছবি- রূপালী বাংলাদেশ

নড়াইল জেলা কারাগারের হাজতি ও হত্যা মামলার আসামি হুমায়ুন শেখ (৪২) মারা গেছেন।

শুক্রবার (২২ আগস্ট) রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হুমায়ুন শেখ নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের খেলাফত শেখের ছেলে। তিনি কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার ৮ নম্বর আসামি ছিলেন। গত ২৯ জুন থেকে তিনি নড়াইল জেলা কারাগারে ছিলেন।

কারাগার ও পারিবারিক সূত্রে জানা যায়, হুমায়ুন চার দিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাত ১২টার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নড়াইল জেলা কারাগারের জেল সুপার (চলতি দায়িত্ব) সোহানুর রহমান সেতু বলেন, হুমায়ুন শেখের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্ত করা হয়েছে। তার পরিবারের কোনো অভিযোগ থাকলে তদন্ত করে দেখা হবে।