ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

পুকুর থেকে মাছ চুরির সময় ছাত্রদলের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০১:৪১ এএম
ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রামে পারকোল উচ্চবিদ্যালয়ের পুকুর থেকে মাছ চুরির সময় ছাত্রদলের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে চুরির সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে তারা।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বনপাড়া ছাত্রদলের সভাপতি সোহেল রানাসহ আরও ছয়জন রয়েছেন। বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইব্রাহিম হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ছাত্রদলের নেতারা যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন।